প্রকাশিত: Mon, Jan 22, 2024 10:21 PM
আপডেট: Tue, Jan 27, 2026 12:32 AM

[১]নতুন সরকারে ৫ কমিটি গঠন

আনিস তপন: [২] নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর গুরুত্বপূর্ণ ৫টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

[৩] সোমবার এসব কমিটি গঠন করে ভিন্ন ভিন্ন আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৪] আদেশ অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপার্সন করে ১৪ সদস্য বিশিষ্ট একনেক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকল্প চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন। তাছাড়া এই কমিটিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ভূমিমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, শিক্ষামন্ত্রীকে এই কমিটিতে সদস্য করা হয়েছে। 

[৫] এছাড়া সভার আলোচ্য বিষয়ের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীকে এই কমিটির সভায় সদস্য হিসেবে যোগ দেয়ার কথা বলা হয়েছে।

[৬] একই দিন দুই মন্ত্রীকে প্রধান করে অপর চার মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।এগুলো হলো আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

[৭] আদেশ অনুযায়ী ১৪ সদস্যের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও ১২ সদস্যের জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন আ ক ম মোজাম্মেল হক।

[৮] এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বায়ক করে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই দুই কমিটিতে ১৩জন সদস্য রাখা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী